নিজস্ব প্রতিনিধি>>
মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে ফেনীতে সাংবাদিক সম্মেলন করেছে পরশুরাম উপজেলার মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু। সোমবার ফেনী রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তিনি।
নুরুজ্জামান ভুট্টু তার বক্তব্যে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার সম্মান হানির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০ টাকার চাল বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়মসহ কয়েকটি অভিযোগ করে একাধিক পত্রিকায় ১৫ নভেম্বর ‘পরশুরামে ভেস্তে যাচ্ছে সরকারি উদ্যোগ, চাল পাচ্ছেনা হতদরিদ্ররা, ১০ টাকার চাল বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়ম’ এবং ১৬ নভেম্বর ‘কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ না করেই এলজিএসপির টাকা আত্মসাত’ শিরোনামে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। যার সাথে আমার কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ১০ টাকার চাল বিক্রির ডিলার নিয়োগে স্থানীয় ইউপি সদস্যদের প্রেরিত তালিকা থেকে উপজেলা প্রশাসন যাচাই বাচাই করে নিয়োগ দিয়েছে। কোন ডিলার যদি কারচুপি করে তবে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিবে। এখানে আমাকে জড়ানোর কোন সুযোগ নেই। এছাড়া কমিউনিটি ক্লিনিকের ঔষধ সঠিকভাবে বিতরণ করা হয়েছে মর্মে ছবি ও কাগজপত্র উপস্থিত সাংবাদিকদের দেখান। নুরুজ্জামান ভুট্ট তার বক্তব্যে আরো বলেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা। সত্য সংবাদ প্রকাশে এগিয়ে আসতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান। সংবাদ সম্মেলনে ৮ নং ওয়ার্ড মেম্বার আবু জাহেদসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইউপি চেয়ারম্যান ভুট্টুর সংবাদ সম্মেলন







