নিজস্ব প্রতিনিধি>>
এপেক্স ক্লাব অব ফেনী’র বার্ষিক সাধারণ সভায় সাংবাদিক জাফর সেলিম প্রেসিডেন্ট ও শহিদ পাটোয়ারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট জহিরুল হক মিলুর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লার ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান পাশা, ন্যাশনাল প্রেসিডেন্ট বুলেটিন এডিটর ও এজিএম অবজারভার ওয়ালিউল্ল্যাহ রিপন, এপেক্স ক্লাব অব কুমিল্লার সার্জেন্ট এট আর্মস শাহরিয়ার জামান।
এপেক্স ক্লাব অব ফেনী’র নির্বাচিত কমিটির অপরাপর সদস্যরা হলেন আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর জহিরুল হক মিলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট গাজী তারেক আজিজ, জুুনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদুল হাসান, ট্রেজারার ডাঃ আতিক উল্ল্যাহ, মেম্বারশিপ এটেডেন্ট ডিরেক্টর মাইনউদ্দিন পাটোয়ারী, সার্ভিস ডিরেক্টর শাহিদুর রহমান শাহীনুর, পাবলিক স্পিসিং এন্ড ডিবেটিং ডিরেক্টর সাইদুল ইসলাম সনেট, ফেলোশিপ ডিরেক্টর সালাহ উদ্দিন খোকন, সার্জেন্ট এট আর্মস আবদুল ওয়াজেদ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান মাহমুদুল হাসান পাশা। এতে এপেক্স ক্লাব অব ফেনীর সদস্যগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
এপেক্স ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট জাফর সেলিম সেক্রেটারী শহিদ পাটোয়ারী








