নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাস্তুল ফেনী’ শাখা’। বুধবার শহরের বিজয়সিংহ দিঘীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।
সংগঠনের ফেনী শাখা সভাপতি আলাউদ্দিন রায়হানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী শামিম রামীমের সঞ্চালায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি এহসানুল হক, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি শাহেদুল মিল্লালত মুক্তা,সাংবাদিক আতিয়ার হাওলাদার সজল,ইভেন্ট ম্যানেজম্যান্ট ঘাস ফড়িং এর ব্যবস্থাপনা পরিচালক আরাফাত খান, ফেনী ন্যাশনাল কলেজের পরিচালক আরিফ রবিন, আবৃত্তি সংসদ ফেনীর সভাপতি এখলাস উদ্দিন খোন্দকার বাবলু।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালন







