দাগনভূঞা প্রতিনিধি >>
প্রায় এক কোটি টাকা ব্যয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে সিলোনীয়-আলামপুর, আমিরগাঁও- আলামপুর ও আমিরগাঁও- নেয়াজপুর সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় আমিরগাঁও বাজারে সড়ক পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন।
৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক প্রফেসে সাঈদুল হক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন হায়দার।
ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী নুর নবি, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মিয়া মাঈন উদ্দিন শামিম, জামাল উদ্দিন, নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলীল, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সোহেল ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন দিদার প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞার জায়লস্করে ৩টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন








