নিজস্ব প্রতিনিধি >>
অনুষ্ঠিতব্য ফেনী জেলা পরিষদ নির্বাচনে ২৮ প্রার্থীর মধ্যে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্মকর্তা। জাল স্বাক্ষরের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী হাজী ওবায়দুল হক ও ৩নং ওয়ার্ড সদস্য প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা মেসবাহ উদ্দিন। রবিবার যাচাই বাচাই কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সদ্য সাবেক প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আজিজুল বারী চৌধুরী নির্বাচনী দৌঁড়ে রয়েছেন। তবে আজিজুল বারী চৌধুরীর সমর্থনকারীর স্বাক্ষর জাল বলেও অভিযোগ উঠেছে।
এছাড়া ১নং ওয়ার্ডে পরশুরাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সফিকুল হোসেন মহিম, ২নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত আমজাদহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার মনোনয়ন পত্র জমা দিলেও জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। ৪নং ওয়ার্ডে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ৫নং ওয়ার্ডে আকতার হোসেন, ৬নং ওয়ার্ডে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবসার আপন, ৭নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের তথ্য ও বিজ্ঞান সম্পাদক মাহবুবুল হক লিটন, ৮নং ওয়ার্ডে মোসলেহ উদ্দিন হাজারী বাদল, ৯নং ওয়ার্ডে বালিগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ১০নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত রাজাপুর ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ ও নুর মোহাম্মদ মাওলা, ১১নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগ সদস্য ছালেহ আহম্মদ হায়দার ও কামাল উদ্দিন, ১২নং ওয়ার্ডে নুরুল আমিন, ১৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত সোনাগাজী উপজেলা সভাপতি ফয়েজুল কবির ও যুগ্ম-সম্পাদক শাখাওয়াতুল হক বিটু, ১৪নং ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহম্মেদ, ১৫নং ওয়ার্ডে মো: নাসির উদ্দিন ভূঞা, সংরক্ষিত নারী সদস্যের ৫টিতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে নিলুফা করিম, ২নং ওয়ার্ডে নাজমা আক্তার কনা, ৩নং ওয়ার্ডে লায়লা জেসমিন বড় মনি, ৪নং ওয়ার্ডে রাবেয়া আক্তার রাবু, ৫নং ওয়ার্ডে খোদেজা খানম শাহীন ও নুর নাহার প্রার্থী হয়েছেন।
সম্পাদনা: আরএইচ
ফেনী জেলা পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল








