দাগনভূঞা প্রতিনিধি>>
মহান বিজয় দিবস উপলক্ষে দাগনভূঞার ট্রাস্ট স্কুলে শিশু চিত্র প্রতিযোগীদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার স্কুল কম্পাউন্ডে স্কুলের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা।
চেয়ারম্যান দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি ও স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল প্রমূখ।
প্রতিষ্ঠানের শিক্ষিকা ফাহমিদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির ১০ জন করে বিজয়ী কৃতির হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞার ট্রাস্ট স্কুলে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগীতা








