নতুন ফেনী ডেস্ক>>
মহান বিজয় দিবস উদযাপন করেছে ফেনী সরকারি কলেজ’র স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী কলেজ ফ্রেন্ডস্ ক্লাব। শুক্রবার সকালে মুক্তিকামী বীর শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে সকাল ৬ টায় কলেজ স্মৃতিসৌধ ও পরে সকাল ৬ টা১৫ মিনিট ফেনী জেলা স্মৃতিশোধ এ পুস্পস্তবক অর্পন করা হয়।
আব্দুল মজিদ সোহাগ’র সভাপতিত্বে পোগ্রামে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ এর সাবেক অধ্যাক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, ক্লাব সদস্য, শহিদুল ইসলাম, ওমর ফারুক রাজু, ওসমান গণি মিঠু, বেলায়েত হোসেন সুমন, দেলওয়ার হোসেন, আক্তার হোসেন, মহিন উদ্দিন রানা প্রমুখ।
সম্পাদনা: আরএইচ
ফ্রেন্ডস্ ক্লাব’র বিজয় দিবস উদযাপন








