নতুন ফেনী ডেস্ক>>
দাগনভূঞা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজে এবারও প্রথম স্থান অর্জন করেছে মুন্সি আবদুল কাদের হেফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। শুক্রবার দাগনভূঞা আতাতুর্ক মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস কুচকাওয়াজের ‘খ’ গ্রæপে এ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটিম
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন- দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম, উপেজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন।
এরআগে ২০১৫ সালের বিজয় দিবসের কুচকাওয়াজেও প্রথম হওয়ার গৌরব অর্জন করে এ প্রতিষ্ঠান। এর আগে ২০১৪ সালের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নিয়েই দ্বিতীয় স্থান লাভ করে।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় বিজয় দিবসের কুচকাওয়াজে মুন্সি আবদুল কাদের হেফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রথম








