দাগনভূঞা প্রতিনিধি>>
মহান বিজয় দিবস উপলক্ষে দাগনভূঞায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আতাতুর্ক মিজান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা হোসনেয়ারা চৌধুরি, উপজেলা আ’লীগ সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোজাহেরুল ইসলাম সোহেল প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন কবি আরিফ মঈন উদ্দিন।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত








