দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালন করা হয়। উপজেলা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। সকালে সূর্যদোয়ের সাথে সাথে থানা প্রশাসন ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন।
স্থানীয় আতাতুর্ক মডেল হাই স্কুলের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে দেশাত্ববোধক সংগীত, মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদিন মামুন, ওসি মোঃ আসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর, পল্লী বিদ্যুতের ডিজিএম সারোয়ার জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালীসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ্ছাড়াও দাগনভ’ঞা ইকবাল মেমোরিয়াল কলেজ, সুজাতপুর হাই স্কুল দরবেশেরহাট পাবলিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও দিবসটি বিজয় দিবসের র্যালিসহ বর্নাঢ্যভাবে পালন করে।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন








