ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে র্যালী ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাসদ, সরকারি কলেজ, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া একাডেমী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ড, উদয়ন কিন্ডারগার্টেন, সরকারি শিশু পরিবার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রেস ক্লাব, ইম্পেরিয়াল স্কুল, মডেল স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ, মৌলবী সামছুল করিম কলেজ, এনজিও ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল), ভাইস চেয়ারম্যান এয়ার আআহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা নির্বাহী জেসমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, হেল্পিং মাইন্ড’র সভাপতি ও চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক হোসেন সোহেল, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ








