নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ফেনী মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, কাল্ব লিঃ ‘জ’ অঞ্চল ডিরেক্টর খোকন কান্তি নাথ, কাল্ব লিঃ জেলা ব্যবস্থাপক সমীরন কান্তি দাশ ও উপজেলা সমবায় কর্মকর্তা পরিমল তালুকদার।
সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাধারণ সম্পাদক ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম বেলাল হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ মীর হোসেন, ডিরেক্টর মো. আজিজুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মহিউদ্দিন খোন্দকার ও আইয়ুব পাটোয়ারী।
এ সময় ফেনী পৌরসভার কাউন্সিলর আতিক উল্যাহ ফয়সাল, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানু মিয়া পাটোয়ারী, ফেনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালামসহ পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র সাধারণ সভা








