নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের তথ্যমতে, ওইদিন রাতে র্যাব সদস্যরা সোনাগাজীর চরডুব্বা গ্রামের হাবিবুল্লাহ হাজীর বাড়ীতে অভিযান চালায়। সেখানে যুবলীগ নেতা আজিজুল হক হত্যা মামলার মূল আসামী আলাউদ্দিন আলো (২৮) ও নজরুল ইসলাম ওরফে মিরাজ (২৭) নামে দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড ১২ বোর কার্তুজ, ৩ রাউন্ড বুলেট ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে ও নজরুল ইসলাম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম একটি পিস্তল ও একটি ওয়ান শুটটারগানসহ হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে অস্ত্রসহ হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার








