নিজস্ব প্রতিনিধি>>
ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে পুনরায় ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি ও ইউএসজিএস জানায়, ৫ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের মাউলাইক থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ২ কিলোমিটার।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লংতারাইয়ের মাছমারায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে পুনরায় ভুকম্পন অনূভুত
