নিজস্ব প্রতিনিধি>>
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপুর্তিকে ফেনীতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বিজয় মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জাহানআরা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম, পরশুরাম উপজেলা সাধারন সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা শ্রমিক লীগের সভাপতি সামছুদ্দোহা দুলাল, জেলা কৃষক লীগের আহবায়ক জিয়াউল হক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও সদর উপজেলা সভাপতি নুরুল আবছার আপন, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন ফিরোজ প্রমুখ।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে গণতন্ত্রের বিজয় দিবস পালন








