ফুলগাজী প্রতিনিধি>>
ফুলগাজীতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগমকে (৩৫) আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার উপজেলার মুন্সীরহাট বাজার সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবারপুর ইউনিয়নস্থ উত্তর শ্রীপুর গ্রামের বানিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১শ ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম আটক করা হয়। মনোয়ারা বেগম উত্তর শ্রীপুর পুরাতন মুন্সির হাট বানিয়া পুকুর পাড়স্থ কান্তর মিয়ার বাড়ীর ছুট্ট মিয়ার স্ত্রী। তার নামে ফুলগাজী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ইয়াবাসহ এক নারী আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজীতে ১৫০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মনোয়ারা আটক








