নিজস্ব প্রতিনিধি>>
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্য সাক্ষাত করেছে পল্লী বিদ্যুৎ সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা। সোমবার শহরের মাষ্টার পাড়াস্থ তাঁর নিজ বাস ভবনে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, সচিব সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা, কোষাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. ছাইদুল হক, কামরুন নাহার বেগম, মোহাম্মদ খোরশেদ আলম, শামছুদ্দিন আহমেদ মজুমদার, আবুল হোসেন। মহিলা পরিচালক সামছুন নাহার ফরিদা, সোয়েমা সুলতানা প্রমূখ।
এসময় সাংসদ নিজাম উদ্দিন হাজারী নব-নির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বিগত সময়ের মতো আগামীতেও ফেনীর পল্লী বিদ্যুতায়নের অগ্রযাত্রায় আরো বেশি কাজ করার আহবান জানান।
সম্পাদনা: আরএইচ
নিজাম হাজারী’র সাথে পল্লী বিদ্যুত সমিতির নেতাদের সাক্ষাত
