দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় আনোয়ার হোসেন ফরহাদকে (৩৫) নামের গাঁজা ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ভূঞা এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকালে উপজেলার বাদামতলী থেকে গাঁজাসহ ফরহাদকে আটক করে এসআই ইমাম হোসেনের নের্তত্বে একদল পুলিশ। পরে দুপুরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে বিচারক মো. সাইফুল ইসলাম ভূঞা তাকে ১ বছরের কারাদন্ড দেন। সে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড







