নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে আইম শৃঙ্খলা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক আমিন উল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা ম্যাজিষ্ট্র্যাট বেগম শারমিন জাহান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, মেজর এম আশরাফ আলী, ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সোনাগাজী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন আহম্মদ চৌধুরী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, ফেনী ৬টি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে আইন-শৃঙ্খলা সম্পর্কিত আলোচনা সভা







