নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সড়ক দূর্ঘটনায় সবজীবাহী পিকআপের চালকসহ ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী বাইপাশ অংশের লালপুল এলাকায় দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দিন ভোরে সিতাকুন্ড থেকে সবজিবাহী একটি পিকআপ ফেনী আসার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক মোঃ আকবর হোসেন (৩০) ও সবজি ব্যবসায়ী ইসহাক আহম্মদকে (৪৫) উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করে। নিহতরা চট্রগ্রামের সিতাকুন্ত উপজেলার সামছুল হুদা ও কবীর আহাম্মদের ছেলে।
ফেনী হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম সড়ক দূর্ঘটনায় দু’ জন নিহতের সত্যতা নিশ্চত করেন।
সম্পাদনা: আরএইচ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ব্যবসায়ী নিহত







