নিজস্ব প্রতিনিধি>>
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সৌদি আরবের জেদ্দা আওয়ামীলীগের সভাপতি হাজী রহিম উল্লাহ লাঞ্চিতের প্রতিবাদে দাগনভূঞা-সোনাগাজীতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। তবে সোনাগাজীতে সড়ক অবরোধের চেষ্টা করলে ৭ জনকে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদশীসূত্র জানায়, রবিবার সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ সময় সোনাগাজী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার (৪৫), উপজেলা মতিগঞ্জ ইউপি সদস্য আবদুর রহীম খোকন (৪০), শাহাব উদ্দিন (৩৫), নুরুল আলম খোকন (৪০), গিয়াস উদ্দিন (৪০), নজরুল কবির (৩০) ও নুর আলম (৩০) প্রমূখ।
সোনাগাজী থানা পরিদর্শক আবু জাফর মোহাম্মদ সালেহ পিকেটিংকালে ৭ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,শনিবার সন্ধা ৭ টার দিকে ফেনী সার্কিট হাউজে সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিতিতে
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ যুবলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন। এর প্রতিবাদে একইদিন রাত সাড়ে ৯ টার দিকে হরতাল ঘোষণা করে রহিম উল্লাহর সমর্থকরা।
সম্পাদনা: আরএইচ/এনকে
এমপি লাঞ্চিত হওয়ার ঘটনায় দাগনভূঞা-সোনাগাজীতে ডাকা হরতালে আটক ৭
