নতুন ফেনী টিম >>
ফেনীতে অনুষ্ঠিতব্য তবলিগ জামায়াতের তিন দিনব্যাপী ইজতেমার নিরাপত্তা বিধানে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামরা। বুধবার সন্ধ্যা থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইজতেমার মাঠের বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে এসব ক্যামরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজতেমায় আগত মুসল্লিতের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ছাড়াও ইজতেমা মাঠের বিভিন্ন পয়েন্টে অন্তত ২৫ থেকে ৩০টি সিসি ক্যামরা বসানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। ইজতেমা মাঠের পশ্চিম পার্শ্বে পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো মাঠের নিরাপত্তা তদারকি করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিসি ক্যামরায় দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহীম জানান, ইজতেমার মূল মঞ্চসহ মাঠের চারপাশের সিসি ক্যামরা বসানো হবে। পুরো মাঠ নিয়ন্ত্রন করতে অন্তত ২৫ থেকে ৩০টি ক্যামরা স্থাপন করা হবে।
সম্পাদনা: আরএইচ/এনকে/এনইউসি/টিএইচএন/এমকেএইচ/এনএনএন/এএলএমটি/এএইচআর
ইজতেমার আরো খবর
- ফেনীর ইজতেমা মাঠে নিরাপত্তায় ৩০টি সিসি ক্যামরা
- ফেনী ইজতেমায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
- ফেনীর ইজতেমায় কাজ করছে আইন শৃঙ্খলাি বাহিনীর সদস্যরা
- ফেনীর ইজতেমা মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যারা
- ফেনীর ইজতেমায় আসতে শুরু করেছে মুসল্লিরা
- ফেনীর ইজতেমা মাঠ পরিদর্শনে জামায়াত আমীর
- ফেনীতে তিন দিনব্যাপী ইজতেমা কাল থেকে শুরু
- ফেনীর ইজতেমায় দর্শনার্থীদের ভীড়
- ফেনীর ইজতেমায় ১১টি খিত্তার অবস্থান বিন্যাস
- ফেনীর ইজতেমায় ৫ লক্ষাধিক মুসল্লি সমাগমের প্রত্যাশা