সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এক গ্লাস ও ১টি করে ডিম বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলার কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব বিতরণ করা হয়।
এর আগে উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের উদ্যোগে ‘সেবা সপ্তাহ’ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরনবী, সোনাগাজী আঞ্চলিক হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক জাহিদ হাসান।
উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুধ ও ডিম বিতরণ







