নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহরের শাহীন একাডেমী স্কুলের সামনে আটক ১০ বখাটে অবশেষে মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহলে রানা তাদের ছেড়ে দেন।

আদালত সূত্র জানায়, ইভটিজিং বন্ধের অভিযানের অংশ হিসেবে শহরের ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। স্কুল ছুটির পূর্বে ছদ্মবেসে ওই এলাকায় অবস্থান নেয় নির্বহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। ছুটির পর ইভটিজিং করার অপরাধে ১০ বখাটেকে হাতে-নাতে আটক করেন তিনি। পরে স্কুলের প্রধান শিক্ষক একরামুল হক ভূঞার উপস্থিতিতে মুসলেকা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, শহরের শাহীন একাডেমী এলাকায় ইভটিজিং প্রটক আকার ধারণ করেছে। যার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পায়। তিনি ওই এলাকায় বখাটেদের আনাগোনা বন্ধে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীকে সতর্ক করেন।
সম্পাদনা: আরএইচ







