সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৮০হাজার ২শ’ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজুর রহমান। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি।
আদালত সূত্র জানায়, উপজেলার মতিগঞ্জ বাজারের একতা বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বিএসটিআই লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিপননের প্রমান পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমান ভেজার খাদ্যদ্রব্য জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলে। এসময় মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, মডেল থানার এএসআই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
একই দিন সকালে উপজেলা পরিষদের সামনে সড়কের দুপাশে দোকান গুলিতে তামাক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযান







