নিজস্ব প্রতিনিধি >>
ফেনী রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চে শুক্রবার রাতে আগুন দিয়েছে দূর্বৃত্বরা। অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থাকার কথা ছিলো। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্যকে প্রধান অতিথি করা হয়। আগের দিন শুক্রবার বিদ্যালয় মাঠে মঞ্চ প্রস্তুত করা হলেও গভীর রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে শনিবার স্কুল কর্তৃপক্ষ পুনরায় মঞ্চ নির্মাণ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর পর্যন্ত অনুষ্ঠান স্থলে কোন অতিথি না যাওয়ায় স্কুল পরিচালনা কমিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করে। কিছুক্ষণ পরে মঞ্চের পিছনে দূর্বৃত্বরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম
ফেনীতে স্কুল মঞ্চে আগুন, ককটেল বিস্ফোরণ
