নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে রাতভর বিভিন্ন মাদক পয়েন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিবাগত রাতে অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও চার মাদকসেবীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহেল রানা।
আদালত সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় একটি বাড়ী ঘেরাও করে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মো: ইলিয়াস ও মাদক সেবনরত অবস্থায় আবু আল সাইয়ীদ, হৃদয় আলম, মো: রুস্তম ও সেলিম চৌধুরীকে আটক করে। পরে আদালতের বিচারক মো: ইলিয়াসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাকীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন। দন্ডপ্রাপ্ত মো. ইলিয়াস ওই এলাকার আমজাদ ভূঞা বাড়ীর হেদায়েত উল্লাহর ছেলে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফেনীতে মাদক ব্যাধি আকারে ছড়িয়ে পড়েছে। এজন্য প্রয়োজন কার্যকর অভিযান। জেলা প্রশাসন মাদকের ব্যাপারে কার্যকর অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদনা: আরএইচ