সোনাগাজী প্রতিনিধি >>
সোনাগাজীতে পুলিশের উপর হামলার সময় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী ফকির আহাম্মদ (৩৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় তাঁর মত্যুর সংবাদ নিশ্চিত করেন আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিম কুমার সাহা।
এর আগে শক্রিবার গভীর রাতে সোনাগাজী উপজেলার ছাড়াইত কান্দি গ্রামের চিহ্নিত মাদক ব্যাবসায়ী ফকির আহাম্মদের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকসহ তাদের আটকের সময় ফকির আহম্মদ, সহযোগী সালাহ উদ্দিন ও মাঈন উদ্দিন আলমগীরসহ বেশ কয়েকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, জহির উদ্দিন, মোঃ সোহাগ মল্লিক, কনস্টেবল নূর মোহাম্মদ, আবুল খায়ের ও সফিউল্লাহ আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষাতে গুলি ছুড়লে ফকির আহম্মদ গুলিবিদ্ধ হয়। তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিক অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে আহত মাদক ব্যবসায়ী মারা গেছেন
