নতুন ফেনী ডেস্ক >>
দাগনভূঞায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করিমল্লাপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইলিয়াস মেম্বারের বাড়ীর কামরুল হাসান সবুজের ছেলে খালিদ হাসান (৭) ও আয়ান হাসান (৫) বিকাল বেলায় পুকুর পাড়ে খেলা করছিলো। সন্ধ্যা নাগাদ ঘরে না ফেরায় স্বজনরা ব্যাপক তাদের খোঁজাখুঁজি করেন। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে দুই ভায়ের মরদেহ ভেসে উঠে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পারিবারিক কবরস্থারে দাফনের কাজ চলছে।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
