নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন (২৫) নামে যুবলীগকর্মীকে গুলিকরে হত্যা করেছে নিজদলীয়রা। শনিবার দিবাগত রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় ওসমানী উচ্চ বিদ্যালয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করে। এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারেকে দাওয়াত না দেয়ায় বাক-বিতন্ডা হয়। পরে উপজেলার আলমপুর এলকার সেলিম মেম্বার দলবল নিয়ে রাতে সড়ক অবরোধ করে হামলা চালায়। এ সময় যুবলীগ কর্মী রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম মেম্বার, রুস্তম আলী ও বেলায়েত হোসেন চুট্টু নামের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিপন আলমপুর গ্রামের সফি উল্যাহর ছেলে।
আধুনিক ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহীদ উল্যাহ জানান, নিহতের কোমরসহ শরীরে বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে।
সোগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ







