নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী পৌর শহরের হাসপাতাল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারে নি পুলিশ।
একইদিন রাতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত চার আসামীকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার সোনাপুর গ্রাম থেকে কাঞ্চন মিয়ার ছেলে মাইন উদ্দিন (২৯), দক্ষিণ চর মজলিশপুর গ্রামের মৃত আঃ খালেকের ছেলে খুরশেদ আলম (৪৮), পালগিরি গ্রামের শাহ আলম ভঁইয়ার ছেলে জামশেদ আলম ফিরোজ (৪২)ও বাখরিয়া গ্রামের আঃ রব এর ছেলে নাসির উদ্দিনকে গ্রেফতার করে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে পৃথক অভিযানে অস্ত্র ও চার আসামী গ্রেফতার







