নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে মোহাম্মদ মনজু (২৭) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের সদর হাসপাতাল সড়কের একটি দোকানঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিগত প্রায় দুই বছর যাবত ফেনী সদর হাসপাতাল এলাকার এয়ারপোর্ট প্লাজার জসিম স্টোরে কাজ করে মোহাম্মদ মনজু। প্রতিদিনের মত সোমবার দিবাগত রাতে কাজ শেষে দোকানে ঘুমিয়ে পড়ে সে। মঙ্গলবার মালিক জসিম উদ্দিন দোকান খুলে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্ররেণ করেন।
ফেনী মডেল থানা পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
