নিজস্ব প্রতিনিধি>>
দেশ ব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে ফেনীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। ৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে সাপ্তাহ ব্যাপী তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেন।
সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বাসা-বাড়ী ভাড়া নিয়ে জঙ্গিরা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। সম্প্রতি সময়ে সিলেট, চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব জঙ্গি আস্তানা থেকে বেশ কয়েকজন জঙ্গি সদস্য নিহত ও আটক হয়েছে। জঙ্গি অভিযানের অংশ হিসেবে ফেনীতেও একাধিক বার অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। এসব বাসা কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ মার্কেটিং অফিসারসহ নানা পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল। বাড়ির মালিকদের কাছে তাদের বিস্তারিত পরিচয়ের যে নথিপত্র পাওয়া গেছে তার কোনো মিল পায়নি পুলিশ।
তারই অংশ হিসেবে জঙ্গিবাদ রোধে ফেনীসহ দেশের প্রতিটি জেলায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় পুলিশ। তথ্য সংগ্রহে ভাড়াটিয়াদের বিস্তারিত পরিচয়, পূর্বের অবস্থান, বর্তমান এলাকায় বসবাসের মেয়াদ, কর্মস্থলের ঠিকানা, কর্মস্থলে নিয়মিত যাতায়াত রয়েছে কিনা, সংশ্লিষ্ট থানায় কোনো ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বের সঙ্গে যাচাই-বাচাই করবে পুলিশ।
পুলিশের বাড়ির মালিকদের কাছ থেকে ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ পরিচয়ের ফরম সংগ্রহ করবেন। যদি কোনো ভাড়াটিয়া বাড়ির মালিকের কাছে নিজের বিস্তারিত পরিচয় জমা না দিয়ে থাকেন তাহলে পুলিশের সদস্যরা নিজেরাই উদ্যোগী হয়ে ভাড়াটিয়ার পরিচয়ের ফরম সংগ্রহ করবেন। পরে এসব তথ্যের ভিত্তিতে তাদের নাম ও পরিচয় জানার জন্য নিজ এলাকায় সংশ্লিষ্ট থানায় খবর নেয়া হবে।
পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার তথ্য সংগ্রহের সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে পুলিশকে সহযোগীতার আহবান জানান তিনি।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ







