শহর প্রতিনিধি>>
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব ফেনীর ৪র্থ ডিনার মিটিং (২৫ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় ক্লাবের অস্থায়ী কার্যালায় সোনলী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি এপেক্সিয়ান জহিরুল হক মিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব ফেনীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জাফর সেলিম, ট্রেজারার রাশেদুল হাসান, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান আশেকে রাসূল নোমানী, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এডভোকেট পিয়াস মজুমদার, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান সোলায়মান হাজারী ডালিম, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মহিম উদ্দিন পৃথিবী, আলমগীর মাসুদ, সাহিদুর রহমান শাহিনুর, মোহাম্মদ মনির হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারী আরফাত উল মিল্লাত দিপুল।
সম্পাদনা: আরএইচ