নাজিম উদ্দিন চৌধুরী >>
ফেনীকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে মাঠে নামছে ‘আঁই টিপসই করি ন’ প্রকল্পের স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক তরুণ-তরুণী। শনিবার শহরের পাবলিক লাইব্রেরীর সামনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রকল্পের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন দিপু জানান, পথের পাঠশানা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান দিতে শহরের পাবলিক লাইব্রেরীর সামনে কার্যক্রম শুরু করে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার যৌথ সহযোগিতায় নিরক্ষর মানুষদের স্বাক্ষর জ্ঞান দিতে ব্যতিক্রমী প্রকল্প হাতে নেয়। প্রকল্পে ফেনী পৌরসভাকে আগমী তিন মাসের মধ্যে নিরক্ষরমুক্ত ঘোষণা ও পরবর্তীতে ফেনী জেলাকে নিরক্ষরমুক্ত জেলা উপহার দিতে চান। প্রকল্পে জেলার ১২টি স্বেচ্ছাসেবী সংগঠণের প্রায় অর্ধশতাধিক কর্মী কাজ করবে।

তিনি আরো জানান, কেস স্ট্যাডি হিসেবে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডকে প্রথমে বেচে নেয়া হয়েছে। প্রথমে ‘আঁই টিপসই করি ন’ কর্মীরা বাসায় গিয়ে নিরক্ষর ব্যক্তিদের তালিকা তৈরী করবে। পরবর্তীতের তাঁদের হাতে একটি একটি সাদা কাজ ও কলম সরবরাহ করবে প্রকল্পেরকর্মীরা। পরিবারের শিক্ষিতদের সহযোগিতা নিয়ে ৭দিন মনিটরিং করবে প্রকল্পের নিয়োজিত কর্মীরা। ৭দিন পর ওই নিরক্ষর ব্যাক্তির স্বাক্ষর জ্ঞান অজর্ন নিশ্চিতকরণে যাচাই করা হবে।

সাজ্জাদ হোসেন দিপু আরো জানান, প্রকল্পে পথের পাঠশালা, রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা, ফেনী লিও ক্লাব, রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব, ইউ ক্যান চেঞ্জ ইয়থ সোসাইটি, রক্ত কণিকা, রক্তিম, ডোনেট ব্লাড সেভ লাইফ, ফেনী সাইক্লিস্ট, আভাস, মাস্তুল ও আমরাই আগামী সেস্বাসেবী প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। এছাড়াও প্রকল্পের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ফেনীর সময়, বাংলানিউজটুয়েন্টিফোর.কম ও নিউজ পোর্টাল নতুন ফেনী।

সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা, ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবী সংগঠক ইমন উল হক, নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮ মে সোমবার বিকাল সাড়ে তিনটায় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
সম্পাদনা: আরএইচ/এনইউসি
ফেনীকে নিরক্ষর মুক্ত জেলা করতে একমঞ্চে ১২ সংগঠন







