শহর প্রতিনিধি>>
ফেনীতে কাভার্ড ভ্যান ভর্তি ৫ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ’ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। রবিরার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে এগুলো উদ্বার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি বিশেষ টহল দল। এসময় সন্দেহজনক একটি কভার্ড ভ্যান (চট্র মেট্রো ট-১১-৮২৯০) থামাতে নির্দেশ দিলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে জব্দকৃত গাড়ি ভর্তি কাঠ বনবিভাগ কার্যালয়ে নিয়ে আসা হয়।
ফেনী সামাজিক বন বিভাগের কর্মকর্তা এস এম কায়সার ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: আরএইচ







