নিজস্ব প্রতিনিধি >>
ফেনীকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে ‘আঁই টিপসই করি ন’ প্রকল্প আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। সোমবার বিকালে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
প্রকল্পের সমন্বয়ক সাজ্জাদ হোসেন দিপু ও সহকারী সমন্বয়ক ফখরুল ইসলাম ফাহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, ফেনী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ঠ ব্যবসায়ী ইমন উল হকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসন আমিন উল আহসান বলেন, তরুণরাই পারবে সমাজ পরিবর্তন করতে। তাদেরকে স্বপ্ন দেখতে হবে। অনেক বড় স্বপ্ন দেখে অল্প অল্প কাজ দিয়ে শুরু করতে হবে। আশা করছি ফেণীর তরুন যুবকরা যে স্বপ্ন নিয়ে প্রকল্পটি শুরু করেছে তা সফলতার সাথেই বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, ফেনীর ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক কর্মী এ প্রকল্পের আওতায় কাজ করবে। প্রথমিক ভাবে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার থেকে ৫ দিন কয়েকটি গ্রুপে ভাগ হয়ে স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পরবর্তীতে পৌরসভার ১৮টি ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। প্রকল্পের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ফেনীর সময়, বাংলানিউজটুয়েন্টিফোর ডট কম ও নতুন ফেনী ডট কম।
সম্পাদনা: আরএইচ