নিজস্ব প্রতিনিধি>>
ফুলগাজিতে মা-মেয়ের প্রাণ কেড়ে নিলো দূর্বৃত্ত্বরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিবপুর গ্রামে এই ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নিজাম উদ্দিন ভূঞা বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে স্বামী পরিত্যক্তা ফাতেমা আক্তার সাথী (২৬)। বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দূর্বৃত্ত্বরা তাদের ঘরে প্রবেশ করে ফাতেমা আক্তার সাথীকে গলা কেটে ও তাঁর ৫ বছরের মেয়ে ইশমাকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে তাদেরকে হত্যা করছে পুলিশ তা অনুসন্ধান করছে ।
সম্পাদনা: আরএইচ







