শহর প্রতিনিধি >>
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ হকে গ্রীক মূর্তি অপসারণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে শহরের ট্রাংক রোড থেকে মিছিলটি শুরু হয়ে মিজান রোড, কলেজ রোড় প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
মিছিলে সংগঠনের জেলা সভাপতি কাজী গোলাম কিবরিয়া, সহ-সভাপতি গাজী এনামুল হক, সম্পাদক মাও. নুরুল করিম, হাফেজ রফিকুল ইসলাম, গোলাম সারোয়ার সিরাজী, মুফতী মাহমুদুল হাছান ফয়েজ মিয়াজি, জেলা ছাত্র আন্দোলনের সহ- সভাপতি আবদুর রহমান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ হকে গ্রীক মূর্তি অপসারণ ও রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধে প্রশাসনের কাঠোর হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদনা: আরএইচ







