এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জানাজায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
ছাপড়া মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে বাদ আসর শ্বশুর খান সাহেব বদরুদ্দীন আহমেদের কবরে কাইয়ুম চৌধুরীকে দাফন করা হবে হবে বলে বাংলানিউজকে জানিয়েছিলেন চিত্রশিল্পীর ভাগ্নে (শ্যালিকার ছেলে) বজলুল করিম জোবায়ের। এদিকে, সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অফুরান ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে শেষ বিদায় জানান সর্বস্তরের জনতা। তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে রাখা হলে ঢল নামে ফুলেল শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। শিল্পীকে শেষবারের মতো দেখে তাঁর মরদেহে বিনম্র শ্রদ্ধা জানান শোকাহত অশ্রুসিক্ত জনতা।
আগামী শুক্রবার (০৫ ডিসেম্বর) তাঁর আত্মার মাগফেরাত কামনা করে আজিমপুরে ছাপড়া মসজিদে বাদ জুমা মিলাদ অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: আরএইচ