বিশেষ প্রতিনিধি >>
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফেনী যে কোন ধরণের নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কতা নিয়েছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার নতুন ফেনী’কে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। এসব অপরাধ প্রবণতা ঠেকাতে শহরের বিপনী বিতান, সড়ক-মহাসড়ক ও গ্রামীণ হাট-বাজারে পুলিশি টহল জোরদাার করা হয়েছে। শহরের ব্যাংকগুলোতে পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরধারী বাড়ানো হয়েছে। সূত্র আরো জানায়, ঈদ ঘনিয়ে আসলে শহরের প্রত্যেক বিপনী বিতানের সামনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ টিম থাকবে বলেও ওই সূত্র জানায়। এছাড়াও জেলার যে কোন প্রান্তে অপরাধ সংক্রান্ত তথ্য জানানোর জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন অপরাধে ০১৭১৫৩৪৪৭৯১, ০১৭১৩৩৭৩৭৮৪, ০৩৩১-৭৪৮৩৫ ও ০৩৩১-৭৪০৯৪ নম্বরে কল করতে বলা হয়েছে।

পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার আরো জানান, শহরের পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর সংখ্যা আরো বড়বে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে পুলিশের বিশেষ সতর্কতা ॥ খোলা হয়েছে কন্ট্রোল রুম







