ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজাউল হায়দার চৌধুরী সোহেল।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, থানার পরিদর্শক আবু জাফর মোঃ সালেহ, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, শুভপুর ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ সেলিম, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মূসা, মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, কলেজ রোড় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁঞা তারেক সহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছাগলনাইয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহাম্মদ ভূঁঞা।

এদিকে একইদিন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় ফুটজোন চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও ত্যাগী নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক রাজিব হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, পৌর সভাপতি মোঃ ইউসুফ মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এমবি এইচ টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







