শহর প্রতিনিধি >>
ফেনীতে বন্ধু মিডিয়া নামে ভিজ্যুয়েল বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের কলেজ রোডস্থ জেসি টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।
প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী তোফায়েল আহাম্মদ নিলয় ও মোহাম্মদ রিয়াদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, এনটিভি প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি যতন মজুমদার, নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান, চ্যানেল নাইন প্রতিধি জহিরুল হক মিলন, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাকিং ডিভিশনের রিজিওনাল অফিসার আরিফুর রহমান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ।
সম্পাদনা: আরএইচ







