নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ধর্মপুরে উপ-নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুর্ব কাছাড় এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, সহকারি কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস, সহকারী কমিশনার নাসরিন চৌধুরী, ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা ফারভীন ও প্রিজাইডিং ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
অকাল মৃত্যু ও বিদেশ গমনের জন্য দুই উপজেলার তিনটি ওয়ার্ডে সদস্য পদ শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১৩ জুলাই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য নিজামুল আলম অকাল মৃত্যুতে ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। এ ওয়ার্ডে বর্তমানের ওবায়দুল্লাহ (টিউবওয়েল), আজিম উদ্দিন (তালা), শাহাদাত হোসেন সবুজ (মোরগ), সিরাজুল ইসলাম (আপেল), বেলাল হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বিদেশ গমন করায় তার ওয়ার্ডটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে নুরুল অবছার মিয়াজী (টিউবওয়েল), এয়াকুব হোসেন (ঘুড়ি), রুহুল আমিন কারী (তালা), মাহবুবুল হক মাবু (ফুটবল), এরশাদ হোসেন (মোরগ), শামসুল হক মিয়া (সিলিং ফ্যান) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে একই দিন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (পশ্চিম মধুগ্রামের) উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি সদস্য আবু তাহের পাটোয়ারীর মৃত্যুতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে নুর ইসলাম (মোরগ), নাজিমুল হক (ফুটবল) ও মোঃ সামছুল হক পাটোয়ারী (টিউবওয়েল) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে/এসএইচটি








