ফুলগাজী প্রতিনিধি >>
ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল দশটায় ফেনী পরশুরাম সড়কের মুন্সীরহাট ইউনিয়নের কতুবপুর রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়ার ফাতেমা আকতার (৩৫), একই এলাকার সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, ফেনী সদর উপজেলার মধুববাই এলাকার সজিব (৬), ও চালক ফয়েজ আহমদ এবং আহত অপরএক ব্যক্তির তাৎক্ষণিক নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল দশটার সময়ে কুতুবপুর রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিক্সা ফেনী থেকে পরশুরাম যাওয়ার পথে মুন্সীরহাট ইউনিয়নের কতুবপুর রাস্তার মাথায় অপর একটি সিএনজি চালিত অটোরিক্সা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় শিশুসহ অন্তত ৫। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ফুলগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো.রফিকুল ইসলাম বলেন, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ফাতেমা আকতারের অবস্থায় খুবই গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি