নিজস্ব প্রতিনিধি >>
ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
সভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলার নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জেলা প্রশাসক মনোজ কুমার রায়। এসব বিষয়ে অতথিথিদের সুচিন্তিত মতামত নেয়া হয়। সভায় জেলার আইনশৃঙ্খলার বিষয় নিয়েও ব্যাপক আলোচনা করা হয়।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি