নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে মসলা ও হলুদে ভুসি ও চালের গুড়া মিশ্রনের দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। রবিবার দুপুরে শহরের তাকিয়া রোডে অভিযান চালিয়ে এ আদেশ দেন তিনি।
আদালত সূত্র জানায়, ওই সড়কের শাহজাহান বাবুল ক্রাশিং মিলে অভিযান পরিচালনার সময় দেখা যায় হলুদের সাথে চাল ও মসলার সাথে ভুসি প্রক্রিয়াজাত করণের জন্য রাখা হয়েছে। পরে কারখানার ম্যানেজার জাহাঙ্গীর আলম বাচ্চুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় শেখ আহম্মদ ক্রাশিং মিল ও নুরুল আফসার ক্রাশিং মিলের মালিক যথাক্রমে শেখ আহম্মেদ ও নুরুল আফসারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় ডাস্ট ক্লিনার স্থাপন করে ক্রাশিং মিলের ময়লা যাতে বাতাসে মিশতে না পারে সেজন্য পরিবেশ অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য মিল মালিকদের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর নুরুল করিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে পক্রিয়াজাতকৃত এসব মসলা ব্যবহারে হাঁচি-কাশিসহ মারণঘাতী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ