নতুন ফেনী ডেস্ক>>
ছাগলানাইয়া উপজেলার মধুগ্রাম সরকারী প্রাথমক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হানিফকে (৪৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দিবাগত রাতে শান্তির হাট বাজার থেকে আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকালে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে মোহাম্মদ হানিফ একই বাড়ীর চাচাতো ভাইয়ের দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া মেয়েকে ফুসলিয়ে বাড়ীর পাশে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন। খবরটি জানাজানি হলে একই দিন রাতে শান্তির হাট বাজার থেকে ধর্ষক মোহাম্মদ হানিফকে গণদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) আবু জাফর মোহাম্মদ ছালেহ্ জানান, মোহাম্মদ হানিফকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনাধ: আরএইচ







