ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া পৌর শহরের সুবেদারী রাস্তার মাথা সংলগ্ন রাস্তা বন্ধ করে নির্মিত ইটের তৈরি দেয়ালটি অবশেষে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচিারক কাজী শহীদুল ইসলাম দেয়ালটি গুড়িয়ে দেন।
জানাযায়, ১৯৮৫ সালে পৌরশহরের পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ীর মৃত ওহিদুর রহমানের স্ত্রী মানিক বিবির কাছ থেকে সম্পত্তি ক্রয় করে বাড়ী নির্মান করেন একই এলাকার মৃত হাবিব উল্যাহর ছেলে সুমন। দীর্ঘ ৩০ বছর পর মানিক বিবির পূত্র দুলাল ঐ বাড়ীর পাশ দিয়ে মানুষের চলাচলকারী রাস্তার উপর রাতের আধারে ইটের তৈরি পাকা দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেন। এতে জনসাধারণ মারাত্মক সমস্যায় পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেজলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী শহীদুল ইসলামের সোমবার আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দেয়াল ভেঙ্গে দিয়ে জনসাধারণের উন্মুুক্ত করে দেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
অবশেষে রাস্তার উপর নির্মিত দেয়ালটি গুড়িয়ে দিল প্রশাসান
