শহর প্রতিনিধি>>
ফেনীতে পে-স্কেল কার্যকরসহ ৫ দফা দাবীতে সমাবেশ করেছে সরকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ফেনী জেলা। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের ফেনী জেলার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি দিদারুল আলম ভূঞা, নারায়ন চন্দ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রব। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র দাস, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, মোশারফ হোসেনসহ পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উলেল্লখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ এর মধ্যে পে কমিশনের সুপারিশ পাঁচদফা দাবী বাস্তবায়ন না হলে ৩ জানুয়ারী ঢাকায় কর্মচারী মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সরকারী কর্মচারীদের পাঁচ দফা দাবীতে সমাবেশ
